বিনোদন ডেস্ক : ঈদে শাকিব খানের ‘বরবাদ’ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি ‘অন্তরাত্মা’। শাকিবিয়ানদের প্রথম পছন্দ বরবাদ হলেও অন্তরাত্মা রয়েছে দ্বিতীয় তালিকায়। এবার ঈদে দুটি ছবিই দেখতে পারবেন দর্শকরা। তাই অনেকেই বলছেন এবার ঈদে শাকিবের প্রতিদ্বন্দ্বী শাকিব নিজেই।
ঈদে মুক্তি প্রতীক্ষিত শাকিব অভিনীত দুটি সিনেমা হলো ‘বরবাদ’ এবং ‘অন্তরাত্মা’। দুটি সিনেমাতেই কলকাতার অভিনেত্রীর সঙ্গে জুটি গড়েছেন ঢালিউডের এ মেগাস্টার।
এখন পর্যন্ত জনপ্রিয়তার দৌঁড়ে এগিয়ে রয়েছে শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত সিনেমা বরবাদ। তবে এ সিনেমা এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি অন্তরাত্মা। অন্তরাত্মায় কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি গড়েছেন শাকিব।
দুটি সিনেমাই রোমান্টিক ও অ্যাকশন নির্ভর হওয়ায় ঈদ উদ্যাপনে শাকিবিয়ানদের পছন্দের তালিকায় রয়েছে দুটি সিনেমাই। ভক্তরা বলছেন, ঈদে দুটি সিনেমাই উপভোগ করার পরিকল্পনা রয়েছে তাদের।
তবে কোন সিনেমা দর্শক চাহিদায় এগিয়ে থাকবে তা বোঝা যাবে টিকিট বুকিং ও হলের সংখ্যার ওপর। প্রথমদিকে হল মালিকরা জানতেন না, একসঙ্গে শাকিবের দুটি সিনেমা এবারের ঈদে মুক্তি পাবে। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই প্রেক্ষাগৃহে মুক্তির ব্যবস্থায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।
তাই ঈদের আগ মুহূর্তে শাকিব অভিনীত দুটি সিনেমা আসায় বুকিং নিয়ে বেশ ব্যস্ত পার করছেন হল মালিকরাও। তারা বলছেন, মুক্তি প্রতীক্ষিত দুটি সিনেমাতেই শাকিব খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তাই দুটি সিনেমার রেন্টালের ওপর নির্ভর করে বুকিং দিচ্ছেন হলমালিকরা। এতে প্রতিযোগিতার মাঠে শাকিবকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে নিজের সঙ্গেই।
এ প্রসঙ্গে হলমালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদে শাকিব খানের ‘বরবাদ’র চাহিদা বেশি। তবে তার আরেক ছবি ‘অন্তরাত্মা’ও হলমালিকরা নিচ্ছেন। দুই একদিনের মধ্যেই দুটি সিনেমার মধ্যে চাহিদা কোনটির বেশি আরও ভালোভাবে বোঝা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।