স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে। সেই সাথে সাকিবের ঝুলিতে যোগ হয়েছে দুই বিশ্ব রেকর্ড। দেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড এতদিন ছিল তামিম ইকবালের দখলে। তবে এবার বাঁহাতি ওপেনারের সেই রেকর্ড ভেঙে দিলেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন সাকিব। শুরুতে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের সর্বোচ্চ ৭৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। বল খেলেছেন মাত্র ৭১টি। ৫৫ বলেই এই বাঁহাতি ছুঁয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ফিফটি।
সব ফরম্যাট মিলিয়ে সাকিবের ফিফটির সংখ্যা এখন ৯৪টি। যা বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি। ৯৩টি ফিফটি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন আগের রেকর্ডধারী তামিম। এছাড়াও সাকিবের ঝুলিতে যোগ হয়েছে আরেক রেকর্ড। দেশের হয়ে প্রথমাবের মতো ৩০০ উইকেটের নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।