জুমবাংলা ডেস্ক : তেজগাঁও থানা পুলিশ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তার নাম শাকিল (১৮)। সে টিভিতে বিভিন্ন ক্রাইম সিরিজ দেখে ছিনতাই দল গড়ে তুলেছে বলে দাবি করছে পুলিশ।
শুক্রবার তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার রাতে শাকিলকে বনানীর সাততলা বস্তি থেকে গ্রেফতার করা হয়। সে তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী। সে নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে ৪ সদস্য। বাকিদের সবার বয়স ৮ থেকে ১০ এর মধ্যে।
তিনি আরও জানান, টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে শাকিল নিজেই ছিনতাইয়ের দল গড়ে। কয়েকবার ছিনতাই করে সে টাকা দিয়েই নিজেদের জন্য ছুরি কিনে তারা। শাকিল ও তার গ্রুপের সদস্যরা এর আগেও একবার গ্রেফতার হয়েছিল।
তিনি বলেন, শাকিলের দল নির্জন কোনো স্থানে ওত পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে ৪ জন মিলে ঝাপটে ধরে। দুইজন হাত, একজন গলা চেপে ধরে, বাকিজন পেটে ছুরি ধরে টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। সর্বশেষ ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে একই কায়দায় ছিনতাই করে শাকিল ও তার দল। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।