নতুন প্রেমে মজেছেন শাকিরা!

বিনোদন ডেস্ক : স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে এখন কলম্বিয়ান পপ তারকা শাকিরার জীবনে অতীত। নতুন প্রেমে মজেছেন এই গায়িকা। পিকের সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানেন গত বছর। তবে কি বছর না ঘুরতেই মনের মানুষের দেখা পেলেন এ পপ তারকা?

শাকিরার যে ছবি আপাতত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে তার পাশে দেখা গেছে বিশ্বখ্যাত ফর্মুলা ওয়ান ব্যক্তিত্ব লুইস হ্যামিল্টনকে। রোববার মায়ামিতে ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন লুইস। রেস শেষে শাকিরার সঙ্গে ডিনার করতে দেখা যায় এই ব্রিটিশ তারকাকে।

একই ছবিতে শাকিরা ও লুইস হ্যামিল্টন

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার লুইসের সঙ্গে দেখা গেছে শাকিরাকে। স্প্যানিশ গ্রাঁ প্রি-তে দ্বিতীয় স্থানে রেস শেষ করেন লুইস। সেই সাফল্য উদযাপনে বন্ধুদের পক্ষ থেকে বিশেষ পার্টির আয়োজন করা হয়। সেখানেও লুইসের পাশে ছিলেন শাকিরা। গত মাসে মায়ামিতে লুইসের সঙ্গে প্রমোদতরীতে সময় কাটাতেও দেখা গেছে তাকে।

২০১১ সালে পিকের সঙ্গে সম্পর্কে জড়ান শাকিরা। পরবর্তীতে পিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ‘ওয়াকা ওয়াকা’র গায়িকা। গত বছরের জুনে সম্পর্কে ইতি টানেন শাকিরা এবং পিকে। চলতি বছরই ক্লারা চিয়া মার্টি নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়ান পিকে। অবশেষে শাকিরার জীবনেও এলেন বিশেষ কেউ। এমন খবরই ভেসে বেড়াচ্ছে চারপাশে।