সাত বছর পর নতুন অ্যালবামে শাকিরা

শাকিরা

বিনোদন ডেস্ক : কলম্বিয়ান পপ-রক তারকা শাকিরা। যাকে বলা হয় ‘কুইন অব লাতিন মিউজিক’। দীর্ঘদিন ধরে নতুন তার কোনো অ্যালবাম প্রকাশ পাচ্ছে না। সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার সাত বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সি এই জনপ্রিয় গায়িকা।

শাকিরা

শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম রেখেছেন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ বা ‘ওমেন নো লংগার ক্রাই’ (নারীরা আর কাঁদে না)। আগামী ২২ মার্চ সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওমেন নো লংগার ক্রাই’ নামের বহুল প্রতীক্ষিত এই অ্যালবাম। ইতোমধ্যেই অ্যালবামের প্রচ্ছদ শেয়ার করেছেন শাকিরা। এছাড়াও তিনি ভিজ্যুয়ালের আরও তিনটি ছবি আপলোড করেছেন।

শাকিরা এই অ্যালবামটির নামকরণের কারণও জানিয়েছেন। তিনি লেখেন, প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে তৈরি করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু হীরে এবং আমার দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে।

খুব অল্প বয়স থেকেই শাকিরা পপ-রক সংগীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান। গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা, ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা।

দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের নিজস্ব সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল তার ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’ গানটি। আজও বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়ে আছে এই গান। সংগীত জীবনে একাধিক গ্র্যামি ও গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিরা।

‘শ্রাবণ জ্যোৎস্নায়’ দর্শক টানতে ব্যর্থ, উঠছে না বিদ্যুৎ বিল

শাকিরাকে বলা হয় ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। তার গাওয়া তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ ইত্যাদি।