সন্তানদের নিয়ে ‘ব্রেকআপ উদযাপন’ করছেন শাকিরা-পিকে

পিকে-শাকিরা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে এবং কলম্বিয়ান সিঙ্গার শাকিরার ১১ বছরের সংসার ভেঙে গেছে। তাদের বিচ্ছেদের কথা এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন পিকে-শাকিরা।
পিকে-শাকিরা
বার্সা ডিফেন্ডারের বিরুদ্ধে শাকিরা বিশ্বাস ভাঙার অভিযোগ এনেছেন। ২০ বছর বয়সী এক শিক্ষার্থীর প্রেমে মজেছেন পিকে। গোপনে ওই সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি ধরে ফেরেছেন পপ সিঙ্গার শাকিরা।

এরপর তাদের বিচ্ছেদ হয়ে গেলেও দু’জনকে একসঙ্গে দেখা গেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, চেক প্রজাতন্ত্রে বাস্কেটবল টুর্নামেন্ট উপভোগ করতে দুই সন্তানকে নিয়ে যান ভেঙে যাওয়া পিকে-শাকিরা জুটি।

শাকিরা-পিকে
সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছেন শাকিরা। ছবি: টুইটার

তাদের বড় ছেলের নাম মিলান। যার বয়স ৯ বছর। বাবা-মায়ের আলাদা থাকার সিদ্ধান্ত তার ওপর প্রভাব পড়তে পারে। সেজন্য পিকে-শাকিরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তারই অংশ হিসেবে তারা এক সপ্তাহ সন্তানদের নিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, সন্তান নিয়ে ছুটি কাটানোর সময় শাকিরাতে হাস্যোজ্জ্বল দেখা গেছে। শাকিরা নিজেও টুইটারে হাসি-খুশির ছবি দিয়েছেন। তবে মাথা নিচু করে হাঁটতে দেখা গেছে পিকেকে। ২০১০ বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গান গেয়ে সাড়া ফেলেন শাকিরা। ওই বিশ্বকাপে শিরোপা জেতে স্পেন। এরপর দু’জন একসঙ্গে থাকতে শুরু করেন।

সৌন্দর্যে আনুশকাকেও হার মানাবে স্যামসনের স্ত্রী