বিনোদন ডেস্ক : জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গান বেঁধেছেন শাকিরা। গানটি প্রকাশের পর ইউটিউবে তা নতুন রেকর্ড গড়েছে। গানের শিরোনাম ‘আউট অব ইয়োর লিগ’। গানটি প্রকাশের ২৪ ঘণ্টায় ৬৩ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। ২৪ ঘণ্টায় এর আগে কোনো লাতিন গানের ভিডিও এত বেশিবার দেখা হয়নি।
২০২২ সালে সাবেক স্প্যানিশ ফুটবলার পিকে ও কলম্বিয়ান গায়িকা ও গীতিকার শাকিরা সম্পর্কের ইতি টানেন। যৌথ বিবৃতি দিয়ে তারা বিচ্ছেদের বিষয়টি জানান। ১০ বছরের বেশি সময় একসঙ্গে ছিলেন তারা। তাদের সংসারে দুটি সন্তানও রয়েছে।
গানে গানে শাকিরা পিকের সমালোচনা করেছেন। পিকে জিমে অনেক সময় ব্যয় করেন। শাকিরা তাকে মস্তিষ্কের ব্যায়াম করারও পরামর্শ দিয়েছেন। বর্তমানে ২৩ বছরের এক তরুণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন পিকে। সেটি নিয়েও সমালোচনা করেছেন শাকিরা। স্পেনে আয়কর ফাঁকি নিয়ে ঝামেলায় পড়েছিলেন শাকিরা। সেজন্যও পিকের সমালোচনা করেছেন গায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।