আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য নিজেদের বিয়েতে সকলেই অন্যের থেকে আলাদা কিছু করতে চান। এই আলাদা কিছু করতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন নববধূরা, যা এমনিতেই ভাইরাল হয়ে যায়। বিয়ে বাড়িতে উপস্থিত সকল অতিথিরাও তাদের এমন ভয়ানক কান্ড দেখে চমকে উঠতে বাধ্য হন। কিন্তু, সম্প্রতি একজন কনে নিজের বিয়েতে এমন লজ্জাজনক কাণ্ড ঘটিয়েছেন, যা দেখে মাথায় হাত বরের। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ইনস্টাগ্রামে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন একজন কনে। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বান্ধবীরা। কনের পায়ের সামনে বসে রয়েছেন বেশ কয়েকজন যুবতী। প্রত্যেকেই বেশ জাঁকজমকপূর্ণ ভাবে সেজে রয়েছেন। কনের উল্টো দিকে হয়তো দাঁড়িয়ে রয়েছেন বর। কিন্তু, তাকে দেখেই ওই যুবতী এমন কাণ্ড ঘটিয়ে ফেলেন, যা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে চক্ষুচড়কগাছ নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, কনের পায়ের সামনে বসে রয়েছেন বেশ কয়েকজন যুবতী। কনে তাদের দেখিয়ে রাস্তা দিয়ে যাওয়া চলমান বিক্রেতাদের মতো অভিনয় করতে থাকেন। তিনি ওই যুবতীদের দেখিয়ে বলতে থাকেন পাঞ্জাবি, সালোয়ার, পাজাবা নিন 100 টাকা 100 টাকা। কিন্তু, ওই যুবতী হিন্দিতে এমন কায়দায় তা বলতে থাকেন যা রীতিমত বেশ চমকপ্রদ। সেখানে উপস্থিত সকলে কনের এমন আচরণ দেখে হেসে উঠলেও রীতিমত অবাক হয়ে যান।
ওই কনে নিজের বিয়েতে অভিনব কিছু করতে গিয়ে, সকলের কাছেই হাসির পাত্রী হয়েছেন। একই সঙ্গে তাঁর কাণ্ড দেখে লজ্জায় পড়ে যান বর। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে এমন অসংখ্য ভিডিও। নেটিজেনরাও মাঝে মধ্যে ভাষা হারিয়ে ফেলেন সেই সমস্ত কাণ্ড দেখে। কিন্তু, ভাইরাল হওয়ার জন্য পাল্লা দিয়ে বেড়ে চলেছে এমন ধরনের কাণ্ড। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।