স্পোর্টস ডেস্ক : দ্রুততম সময়ের মধ্যেই ফিফার ছাড়পত্র পেয়ে গেলেন কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শামিত সোম। বাফুফের আবেদনের দুই কর্মদিবসের মধ্যেই সুখবর পেয়ে গেছেন এই কানাডা প্রবাসী ফুটবলার। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর তার সামনে কোনো বাধা নেই।
তার আগে ৫ জুন হওয়ার কথা একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। প্রথমে শোনা গিয়েছিলো ওই ম্যাচেও দেখা যেতে পারে কানাডা জাতীয় দলের হয়ে ২ টি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে। তবে, পরে জানা গেছে, ১ জুন কানাডায় তার ক্লাবের খেলা রয়েছে। এ কারণে, ৫ জুন ম্যাচটি খেলা সম্ভব হবে না তার পক্ষে।
জন্মনিবন্ধন, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং পাসপোর্ট পাওয়ার পরই বাফুফে ফিফার ছাড়পত্রের জন্য আবেদন করেছিল। মঙ্গলবার ফিফা থেকে বাফুফেকে জানিয়ে দেওয়া হয়েছে, শামিতের বাংলাদেশের জার্সিতে খেলতে কোনো বাধা নেই। এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
দেশের ফুটবলামোদীরা অধীর আগ্রহে ছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা ও শামিত জুটি দেখার। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলার প্রথম যোগ হয়েছিলেন জামাল ভূঁইয়া ২০১৩ সালে। এরপর তারিক কাজী, কামেজ কিরামানী। সর্বশেষ গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরীর। এবার শামিতের পালা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।