স্পোর্টস ডেস্ক : সবশেষ দুই ম্যাচেই ফরচুন বরিশালের উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে। অভিজ্ঞ মুশফিকুর রহিম মাঠে থাকার পরও কেন গ্লাভস হাতে দাঁড়াতে হচ্ছে শান্তকে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি তিনি চ্যাম্পিয়নস ট্রফিতেও উইকেটের পেছনে দাঁড়াবেন। এসব নিয়ে যখন ভক্তদের মনে প্রশ্নের জন্ম নিচ্ছে ; তখন উত্তরটা দিয়েছেন দলটির ব্যাটিং কোচ নাফিস ইকবাল।
মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমবারের মতো কিপিংয়ে নেমেই সবাইকে চমকে দেন শান্ত। পরে জানা যায়, আগের ম্যাচে চোট পাওয়া অভিজ্ঞ মুশফিক দাঁড়াতে পারছেন না উইকেটের পেছনে। তার বিকল্প প্রিতম কুমারকেও সেই ম্যাচে নামায়নি বরিশাল। যে কারণে বাধ্য হয়ে শান্তকেই উইকেটের পেছনে দাঁড়াতে হয়।
অবশ্য সেদিন কিপিংয়ে কোনো ডিসমিসাল করতে পারেননি শান্ত। ব্যর্থ হন ব্যাট হাতেও। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবার ব্যাট হাতে ৩০ বলে ৪১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার আভাস দেন তিনি। পরে রংপুরের রান তাড়ায় দ্বিতীয় ওভারেই তানভির ইসলামের বলে স্টাম্পিং করেন অ্যালেক্স হেলসকে। স্বীকৃত ক্রিকেটে প্রথমবার স্টাম্পিং করার স্বাদ পান শান্ত। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচও নেন শান্ত। আউট হন ইফতিখার আহমেদ।
উইকেটের পেছনে শান্তর পারফরম্যান্সে তাই খুশি টিম ম্যানেজমেন্ট। দলের প্রয়োজনে শান্তর এই কিপিং জানিয়ে নাফিস বলেন, ‘টিম কম্বিনেশনের কারণে (কিপিং করছে শান্ত)। আজকে মুশফিক হয়তো করতে পারত (কিপিং), তবে ঝুঁকিটা নেয়নি। কারণ, এরপর আমাদের বিরতি আছে। এটা ওর আঙুলের জন্য আরও ভালো হবে। এই কারণে শান্ত আজকের ম্যাচটিও করেছে। আমার মনে হয়, সে ভালো করেছে।’
উল্লেখ্য, বরিশালের পরের ম্যাচ চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার। পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে তারা, হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে দুটি ম্যাচ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।