জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাপলা চত্বরে সমাবেশ করার সুযোগ নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ যেখানেই অনুমতি দেয়া হবে সেখানেই করতে হবে বলেও জানায় ডিএমপি।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খন্দকার মহিদ উদ্দিন।
তিনি বলেন, এই দলটির (জামায়াতে ইসলামী) বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে। শাপলা চত্বরের মতো জায়গায় তাদের সমাবেশ করার সুযোগ নেই।
পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রেক্ষিতে খ. মহিদ উদ্দিন বলেন, যেখানে সমাবেশের অনুমতি দেয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো একটা মাঠে করাই শ্রেয়।
বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।