জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে স্টোরিতে শেখ হাসিনা ভিডিও শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর ৩৫ মিনিট বক্তব্যটি আইডিতে থাকার পর ভিডিওটি ডিলিট করা হয়। এতে সমালোচনার মুখে পড়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে সিংগাইর থানার ‘singer ps’ আইডি থেকে ভিডিওটি শেয়ার দেওয়া হয়। যদিও ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘ভিডিও শেয়ারের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। মোবাইলের বিষয়টিতো জানেনই। এটা ভুলে শেয়ার হয়েছে। তবুও আমরা বিষয়টি দেখবো। কেউ যদি ইচ্ছাকৃত করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসানের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।