জুমবাংলা ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীনডেল্টা ইন্সুরেন্স আজ (মঙ্গলবার) বিনিয়োগকারীদের মুনাফার ইতিবাচক খবর দিয়েছে। যার কারণে আজ লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার সোনার হরিণে পরিণত হয়। দিনের শুরুর কিছুক্ষণের মধ্যেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লেনদেন হতে থাকে। লেনদেনের বেশিরভাগ সময়ই আজ কোম্পানিটির শেয়ার বিক্রেতাশুন্য অবস্থায় ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আগেই ডিএসইতে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের মুনাফার খবর প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।
অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৪ পয়সা।
এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির ইপিএস কিছুটা বাড়লেও দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৩) ইপিএস কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির ইপিএস যে পরিমাণ বেড়েছে, আজ শেয়ারের দাম তার চেয়ে বেশি গতিতে বেড়েছে। কোম্পানিটির শেয়ারের দাম সাধারণ স্বাভাবিক বলে মনে করছেন না তাঁরা। শেয়ারটির পেছনে বড় কোন বিনিয়োগকারীদের হাত রয়েছে।
তবে তাঁরা স্বীকার করছেন, গ্রীনডেল্টা অবশ্যই একটি ভালো কোম্পানি। শেয়ারটির বর্তমান দাম কোনোভাবেই কোম্পানিটির ডিভিডেন্ড ও মুনাফার ধারাবাহিকতার তুলনায় বেশি নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।