বিয়ে করেছেন শরিফুল রাজ ও বুবলী!

বিনোদন ডেস্ক : ভালোবেসে পরীমণিকে বিয়ে করেছিলেন শরিফুল রাজ। কিছুদিন যাওয়ার পর তাদের সংসারজীবনে শুরু হয় অশান্তি। এর মাঝে তাদের কোল জুড়ে পুত্রসন্তানের আগমন ঘটে। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে ভেঙে যায় তাদের ভালোবাসার ঘর।

আর ২০১৮ সালের মাঝমাঝিতে গোপনে শাকিব খানকে বিয়ে করেন শবনম বুবলী। আর তাদের একমাত্র পুত্র সন্তানের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। আলাদা থাকছেন তারা। এসব পুরোনো খবর।

নতুন খবর- বিয়ে করেছেন রাজ-বুবলী! চলতি মাসের ১৩ তারিখ বিয়ে করেন তারা। তথ্যটি জানিয়েছে, উইকিপিডিয়া। তবে খবরটি সত্য নয়, কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন। আর তাই হয়েছে সবশেষ। বর্তমানে রাজ-বুবলীর উইকিপিডিয়া থেকে সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয়েছে।

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এর কাজ করতে গিয়েই গুঞ্জন রটে- প্রেম করছেন এই দুই তারকা। যা এসেছে খবরের শিরোনামেও।