জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক ও শিল্পীদের একটি প্রতিনিধি দল।
সংবাদমাধ্যম অনুযায়ী, বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
শর্মিলা ঠাকুর ছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, চলচ্চিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং চলচ্চিত্র পরিচালক সোহিনী ঘোষ।
এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন উৎসবের প্রধানপৃষ্টপোষক শাহরিয়ার আলম এমপি ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।
২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগের প্রধান জুরি হিসেবে ১৯ জানুয়ারি ঢাকায় আসেন শর্মিলা ঠাকুর। স্বস্তিকা ও মমতা শংকররা এসেছেন তাদের অভিনীত ছবি নিয়ে। উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।