ডেটিং অ্যাপে ভালোবাসার মানুষ খুঁজতে শ্যারন স্টোন

বিনোদন ডেস্ক : নতুন বছরটা হোক ভালোবাসার, প্রেমের। নিজের জন্য এমনটাই প্রত্যাশা রাখছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্যারন জানিয়েছেন, ২০২৪ সাল তাঁর জন্য ভালোবাসাময় একটি বছর হতে পারে।

শ্যারন স্টোন

সাক্ষাৎকারে টাইমস অফ লন্ডনকে শ্যারন স্টোন জানান, তিনি একটি অর্থপূর্ণ সম্পর্ক খুঁজছেন।

অভিনেত্রী বলেন, ‘আমি শুধু টিন্ডারে গিয়ে সম্পর্ক খুঁজতে বা কাউকে দেখতে চাইনি। তোমরা কি বুঝতে পারছ যা আমি বোঝাতে চাচ্ছি? এটা খুব সহজ কাউকে পছন্দ করা এবং তাঁর সঙ্গে যৌনতায় মেতে ওঠা।’

অভিনেত্রী জানান, তিনি অনলাইন ডেটিংয়ে কিছুটা সাফল্য পেয়েছেন এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন দুজন পুরুষের সঙ্গে কথাও বলছিলেন। যদিও তাদের সঙ্গে কখনও ব্যক্তিগতভাবে দেখা করেননি স্টোন।

অভিনেত্রী বলেন, ‘আমি প্রায় একজন থেরাপিস্টের মতো ছিলাম। তাদের একজনের স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইছিল এবং তার দুটি ছোট বাচ্চাও রয়েছে। তিনি সেই প্রক্রিয়ায় খুব সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে সেই সময়টায় সাহায্য করেছি।

অপর একজনের বিচ্ছেদ হয়েছিল তাঁর প্রেমিকার সঙ্গে। তারা একে অপরকে ভালবাসতো কিন্তু মেয়েটি গর্ভবতী হয় এবং বিয়ে করার পরিবর্তে নিজের গর্ভপাত করায়। ছেলেটি এখনও তাকে খুব ভালোবাসে। আমি তাকে এই বিষন্নতা থেকে দুরে থাকতে সহায়তা করেছি। এটা আমাদের উভয়ের জন্য সত্যিই ভাল ছিল।
আমি এটা কিভাবে ব্যাখ্যা করব জানি না।’

শ্যারন স্টোন1

এমনকী সম্পূর্ণ নেশাগ্রস্থ একজনের সঙ্গেও কথা হয়েছে শ্যারনের যিনি প্রায় ২০ হাজার ইনজেকশন নিয়েছেন শরীরে। শ্যারন বলেন, ‘একজন হেরোইন আসক্ত ব্যক্তির সঙ্গেও আমার কথা হয়েছে ডেটিং অ্যাপে। তিনি আমাকে ছবিও পাঠিয়েছেন। দেখে মনে হয়েছে নিজের শরীরে প্রায় ২০ হাজার ইনজেকশন নিয়েছেন তিনি।’

এর আগে, ২০১৮ সালে গ্র্যাজিয়া ম্যাগাজিনের সঙ্গে একটি সাক্ষাৎকারে স্টোন বলেছিলেন যে তাঁর জীবনে আসন্ন পুরুষকে ঘিরে তাঁর উচ্চ প্রত্যাশা রয়েছে। এখন শুধুই যত্ন ও ভালোবাসা চান তিনি।

রাহাত ফতেহ আলি খান ‘ছাত্রকে’ জুতাপেটা করছেন, ভাইরাল ভিডিও

‘ক্যাসিনো’ এবং ‘বেসিক ইনস্টিংক্ট’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য রীতিমতো বিখ্যাত হয়ে যান শ্যারন স্টোন। ৯০-এর দশকের আইকন ছিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের জন্য একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও একটি এমি পুরস্কার অর্জন করেন। ২০০৫ সালে ফ্রান্স সরকার তাকে অদ্রে দে আর্ত এ দে লেত্রে উপাধিতে ভূষিত করে। ২০০৪ সালে স্বামী রন ব্রনস্টেইনের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের সম্পর্কে জড়াননি শ্যারন স্টোন। তবে প্রত্যাশা করছেন, নতুন বছরে মনের মতো মানুষকে পেয়েই যাবেন তিনি। এই বছরটা হবে তাঁর জন্য ভালোবাসার বছর।