লাইফস্টাইল ডেস্ক : শার্ট আমাদের অতি পরিচিত একটি পোশাক। পুরুষ ও নারী উভয়ই এখন শার্ট পড়ে। তবে পুরুষদের শার্টের ডান দিকে আর মহিলাদের বাঁ দিকে বোতাম থাকে। কিন্তু কখনই ছেলেদের ও মেয়েদের শার্টের বোতাম এক দিকে হয় না কেন, সে বিষয়ে ভেবে হয়ে ওঠা ওঠেনি।
আজ তাহলে এর পেছনের রহস্যটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এর অনেকগুলো কারণ সামনে এসেছে। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক সেই কারণ সম্পর্কে বিস্তারিত-
১। প্রাচীন কালে যখন পোশাকের চল শুরু হয় তখন থেকেই পুরুষরা নাকি নিজেরা নিজেদের জামা পড়ত, সেই থেকেই ডান দিকে বোতামের চল শুরু। আবার মহিলাদের নাকি তখন অন্য কেউ পরিয়ে দিত। তাই যাঁরা জামা পরিয়ে দিতেন তাদের সুবিধার্থেই বাঁ দিকে বোতাম রাখা চালু হয়।
২। পুরুষরা যেহেতু ডান হাতে তলোয়ার রাখতেন তাই বাঁ হাতে পোশাক খুলতে সুবিধা হতো। অন্য দিকে, মহিলারা বাঁ দিকে সন্তানদের রাখতেন বলেই পোশাক খোলার জন্য ডান হাত ব্যবহার করতে হতো।
৩। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নাকি মহিলাদের পোশাকের বাঁ দিকে বোতাম লাগানোর নির্দেশ দিয়েছিলেন। কারণ নেপোলিয়ন তাঁর একটি হাত সব সময় শার্টের ভিতরে রাখতেন, আর তাঁকে ব্যঙ্গ করে নকল করতেন মহিলারা। যখন নেপোলিয়ন এই খবর জানতে পারেন তা বন্ধ করার জন্য মহিলাদের শার্টের বাঁ দিকে বোতাম লাগানোর নির্দেশ দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।