শার্ট খুলতে লজ্জা পাচ্ছিলেন প্রভাস

প্রভাস

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি লাভ করেন। তারপর থেকে প্রভাস মানেই বিশেষ কিছু। কিন্তু এক সময় প্রভাস শার্ট খুলে ক্যামেরার সামনে দাঁড়াতেও লজ্জা পেতেন।

প্রভাস

প্রভু দেবা নির্মিত ‘পৌরানামি’ সিনেমায় অভিনয় করেন প্রভাস। এতে তৃষার সঙ্গে রোমান্স করেন তিনি। মুক্তির আগে সিনেমাটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এ সিনেমায় একটি দৃশ্য রয়েছে, যেখানে প্রভাস-তৃষা রোমান্স করেন। এ দৃশ্যে শরীরে শার্ট রাখার কথা ছিল না প্রভাসের। সিনেমার দৃশ্যের প্রয়োজনে শার্ট খুলতে বললেও তাতে রাজি হননি প্রভাস।

টলিউড ডটনেট জানিয়েছে, পরিচালক প্রভাসকে তার পরনের শার্ট খুলতে বলেন। কিন্তু প্রতিক্রিয়ায় প্রভাস বলেন, ‘না, না। আমি লজ্জা পাচ্ছি। এটা সম্পাদনার মাধ্যমে করুন।’ পরিচালক নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজ হয়নি। এজন্য পরিচালক তিন দিন শুটিং বন্ধ রাখেন। পরে প্রভাবের কাকা কৃষ্ণরাজু বোঝান এটা অভিনয়। তারপর শার্টবিহীন শর্ট দিতে রাজি হন প্রভাস। শর্টটি শেষ করতে ৪ ঘণ্টা সময় নিয়েছিলেন প্রভাস।

ফলোয়ার কম হওয়ায় ছবি থেকে বাদ অভিনেত্রী

প্রভাসের পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। তিন ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে এটির প্রথম অংশ মুক্তি পাবে।