সে লজ্জা পাচ্ছিল: সাবিলা নূর

সাবিলা নূর

বিনোদন ডেস্ক : নাবিলা নূর ও সাবিলা নূর দুই বোন। দু’জনের মধ্যে নাবিলা বড়, থাকেন যুক্তরাষ্ট্রে। পেশায় নগর পরিকল্পনাবিদ। টেক্সাস অঙ্গরাজ্যের গাইল শহরের ডিরেক্টর অব কমিউনিটি ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছেন। আর সাবিলাকে সবাই চেনেন অভিনয়শিল্পী হিসেবে। এবার তারা একসঙ্গে হাজির হচ্ছেন পর্দায়।

সাবিলা নূর

‘মুখোমুখি অন্ধকার’ নামের এক ঘণ্টার একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। বাস্তবের মতো গল্পেও তাদের বড় বোন-ছোট বোন চরিত্রেই দেখা যাবে। সম্প্রতি মাদারীপুরের শিবচরে নাটকটির শুটিং শেষ হয়েছে। সাবিলা নূরের গল্পে এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এর চিত্রনাট্য লিখেছেন আহমেদ তাওকীর।

এর আগে, ‘পারাপার’ ও ‘হৃদিতা’ নামে আরও দুটি নাটকের গল্প লিখেছেন সাবিলা। ‘মুখোমুখি অন্ধকার’ তার তৃতীয় গল্প। সহশিল্পী হিসেবে বড় বোনের সঙ্গে অভিনয় করার প্রসঙ্গ সাবিলা বলেন, ‘গল্পটি লিখার সময় নাবিলার কথা মাথায় ছিল না। পরিচালক গল্পটি পড়ার পর নাবিলাকে নেওয়ার আগ্রহ দেখান। আর নাবিলাও তখন দেশে ছিল। তবে প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না। পরিচালকের অনুরোধে তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে সে লজ্জা পাচ্ছিল। আমি থাকায় কমফোর্ট জোনের জায়গা থেকে শেষ পর্যন্ত কাজটি করতে রাজি হয়।’

পাকিস্তানের সবথেকে ধনী ক্রিকেটার কে জানেন? জানলে অবাক হবেন!

নির্মাতা অনন্য ইমন বলেন, ‘গল্প পড়ার পর মনে হলো, এখানে বড় বোনের চরিত্রে সাবিলার বড় বোন কাজ করতে পারেন। আমার জানামতে, নাবিলা ভালো গান গায় আর মঞ্চনাটকের সঙ্গেও সে জড়িত। আপন দুই বোন চরিত্র দুটি তারা করলে কেমিস্ট্রিটাও উপযুক্তভাবে পাওয়া যাবে। তখন সাবিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করি।’