জুমবাংলা ডেস্ক : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এই সোনার বাংলামুক্ত করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন। আমাদের অনেক মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই সোনার বাংলা জন্য বীর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি। পৃথিবীর মধ্যে অন্যতম দেশ আমেরিকা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল। বাংলাদেশ সেই দেশ যারা কোনো আলাপ-আলোচনার মাধ্যমে স্বাধীনতা লাভ করে নাই। বাংলাদেশ লড়াই করে স্বাধীনতা পেয়েছে। বিজয় অর্জন করেছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকালে বোচাগঞ্জ হতে পীরগঞ্জ সড়কের ২৮০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ নবনির্মিত আরসিসি গার্ডার ব্রিজ (সুয়া ব্রিজ)-এর শুভ উদ্বোধনী সুধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও তিনি বোচাগঞ্জ উপজেলার ও সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, এই সোনার বাংলা বির্নিমাণে বঙ্গবন্ধু সবুজ বিপ্লব কর্মসূচি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি। অর্থনৈতিক স্বাধীনতা পাই নাই। এজন্য তিনি দ্বিতীয় বিপ্লব কর্মসূচি দিয়েছিলেন। এই বাংলাদেশ সাড়ে তিন বছরে ভিত্তির মধ্যে দাঁড় করেছিলেন। সাড়ে তিন বছরে ১৫৬টি আইন করেছিলেন। ২০০টির ওপর অধ্যাদেশ জারি করেছিলেন।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, এই রাষ্ট্রের মৌলিক রূপরেখার জন্য প্রত্যেকটি পদক্ষেপ সাড়ে তিন বছরে নিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে আট ভাগ থেকে নয় ভাগে প্রবৃদ্ধি নিয়ে গিয়েছিলেন। সেটা আমরা ৫০ বছরে অতিক্রম করতে পারি নাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই দেশে খাদ্যের অভাব দূর করেছেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মো. আসলাম, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।