শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন: সংসদে ফিরোজ রশীদ

শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন

জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর হয়ে থাকবেন।
শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন
বুধবার জাতীয় সংসদে পদ্মা সেতু নির্মাণে ১৪৭ বিধির আওতায় আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বনাশা পদ্মায় সেতু পার হয়ে মানুষ দক্ষিণাঞ্চলে যাবেন এটা কেউ বিশ্বাস করেনি। শেখ হাসিনার কারণে সেটা হয়েছে। এই পৃথিবীতে কেউ বেশিদিন বেঁচে থাকবে না। আমারও থাকবো না কিন্তু একটি কথা বলতে পারি যতদিন এই পদ্মা সেতু থাকবে, ততদিন এই দেশের ইতিহাস থেকে শেখ হাসিনার নাম কেউ মুছে ফেলতে পারবে না। এ সেতুর মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন। যতদিন এই বাংলাদেশ থাকবে, ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না।

ফিরোজ রশীদ স্পিকারের মাধ্যমে সব সংসদ সদস্যকে দক্ষিণাঞ্চল সফরে যাওয়ার আমন্ত্রণ জানান। বলেন, আপনাকে (স্পিকার) নিমন্ত্রণ জানাচ্ছি, এই সংসদের সব সদস্যকে নিয়ে, আমাদের নীলাঞ্চল, শাপলা-শালুক ও লাল-শাপলার দেশে যাবেন। আপনি সবাইকে নিয়ে যাবেন। দেখবেন সেই নীলাঞ্চল কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাড়ি অপরূপ সাজে সেজেছে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে।

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত