জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এই সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ ওরা বাংলাদেশকে ধ্বংস করতে মানচিত্রে থাবা দেবে। ওরা বাংলাদেশের গণতন্ত্রে বিষধর ছোবল দেবে। তবে ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি শেখ হাসিনা আগামীর প্রধানমন্ত্রী হবেন।
‘বীর বাঙালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় কয়েক হাজার নেতাকর্মী বঙ্গবন্ধু সড়কে আয়োজিত এ সমাবেশে যোগদান করেন।
সমাবেশের সভাপতির বক্তব্যে শামীম ওসমান বলেন, ২১ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, তিনিই আমাদের স্বপ্ন। আমাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়েও উন্নত দেশ থাকতাম। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, শেখ হাসিনাও আজ শুধু আওয়ামী লীগের সম্পদ নন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেখ হাসিনা।
আওয়ামী লীগ কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি জানিয়ে শামীম ওসমান বলেন, যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তাদের বলতে চাই আমরা কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।
নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, যারা আমাদের ভয় দেখাতে চান তাদের কী ছাড় দেয়া হবে? হবে না।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, শেখ হাসিনা বিশ্বনেতা, সারাবিশ্বে তার প্রশংসা রয়েছে। আমাদের দেশকে তিনি কোন জায়গা থেকে কোথায় নিয়ে এসেছেন। স্মার্ট বাংলাদেশ গড়বেন। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হব। আমার গর্ব হয়, এই প্রজন্ম নিয়ে। স্মার্ট বাংলাদেশের মূল কারিগর হবে আমাদের নতুন প্রজন্ম।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।