সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : দেশের বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীর তথ্য ও ছবি সরানো হলেও মানিকগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনও বিদ্যবান রয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। শেখ হাসিনার পতনের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও সরকারি ওয়েবসাইটে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি থাকা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকই।
সোমবার দুপুরে মানিকগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, ওয়েবসাইটটির কভার ফটো ও গ্যালারীতে এখনও শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসহ কয়েকটি ছবি ব্যবহার করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও এসব ছবি সরকারি ওয়েবসাইট থেকে সরানো হয়নি।
এরপর ঘিওর, দৌলতপুর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করলেও একই চিত্র দেখা যায়। উল্লেখিত উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সরকারি ওয়েবসাইট থেকে এখনও সরানো হয়নি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছবি সম্বলিত বিভিন্ন ছবি ও ব্যনার।
এর আগে, গত আগস্টে বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ওয়েবসাইট থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাসহ সাবেক বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীর ছবি, তথ্য ও বিভিন্ন কনটেন্ট সরানোর দাবি করেছিলেন হামলাকারীরা। এরপর সরকারি ওয়েবসাইটগুলো থেকে শেখ হাসিনার ছবি, বাণী এবং এ ধরনের অন্যান্য কনটেন্ট সরানোর কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঘিওর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হোসনে নাজনীন আরা’র মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এসব বিষয়ে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মো: আহসানুল আল জান্নাত বলেন, সংশ্লিষ্ট অফিসকে পাসওয়ার্ড ও এডমিন আইডি দিয়ে দেয়া হয়েছে। তাদেরকে ওয়েবসাইট আপডেটের বিষয়ে ট্রেনিংও দেয়া হয়েছে। তারা নিজেরাই ওয়েবসাইট আপডেট করতে পারে। তাদের যদি কোন টেকনিক্যাল সমস্যা হয় এবং সেটা নিজেরা সমাধান করতে না পারে তখন আমরা সাপোর্ট দেই। তবে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতো তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করতাম।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, আমরা রেগুলার সব অফিসারদের বলি ওয়েবসাইট আপডেট করতে। তারা যদি সেটা না করে তাহলে সেই দায়-দায়িত্ব তাদের। মহিলা বিষয়ক কার্যালয়ের বিষয়টা আমার জানা নেই। আমি এখনই তাদের বলে দিচ্ছি যাতে দ্রুত ওয়েবসাইট আপডেট করে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।