আন্তর্জাতিক ডেস্ক : শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। আগামী বছরের ১৭ মার্চে ছুটি বন্ধ হচ্ছে বিষয়ে আজ বুধবার (৯ অক্টোবর) প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
জি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ১৭ মার্চের সরকারি ছুটি আর পাওয়া যেতে নাও পারে বাংলাদেশবাসী।
১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে শেখ হাসিনার সরকার দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছিল। তার আগে বাংলাদেশ আন্তর্জাতিক শিশু দিবস পালন করত।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, “১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়।
পরে এদিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটিও বাতিল করে অন্তর্বর্তী সরকার। ১৯৭৫ সালের ওই দিন ঢাকার বাড়িতে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর। পরে তার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর ওই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।