জুমবাংলা ডেস্ক : সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ব্যানার ব্যবহার করায় বান্দরবানের আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনকালে ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়।
আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত ব্যানার ব্যবহার করেছেন।
আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি লঙ্ঘনের শামিল।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না তা পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দেওয়ার অনুরোধ করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।