বিনোদন ডস্ক : এবার আর স্বতন্ত্র নয়, রাজনৈতিক দল থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে জানিয়েছেন আলোচিত ইউটিউবার হিরো আলম। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
হিরো আলম বলেন, চিন্তা করছি দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তিনটি আসনের কথা ভেবেছি।
এর মধ্যে রয়েছে ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬। আসনগুলোর মধ্যে একটি থেকে নির্বাচনে অংশ নেব। এ ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। পরে সবাইকে চমকে দেব।
হিরো আলম জানান, তার অনেক দিনের স্বপ্ন টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। তিনি বলেন, এটা আমার অনেক দিনের স্বপ্ন। বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে।
আগামী ৯ সেপ্টেম্বর সকালে টুঙ্গিপাড়ায় যাবেন বলে জানান হিরো আলম। সেখানে সারাদিন থাকবেন বলেও পরিকল্পনা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।