বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মারকাটারি ডিজাইন। ব্যাটারি ফুল হলে ছুটতে পারবে 90 কিমি। BMW-র সদ্য লঞ্চ হওয়া বাইককে অনুসরণ করে ইলেকট্রিক স্কুটার আনছে TVS।
রূপে চমক দেবে এমন ইলেকট্রিক স্কুটার বানাচ্ছে ভারতের TVS Motor। বর্তমানে স্কুটারগুলির চেহারায় উনিশ-বিশ ফারাক থাকলেও বেশিরভাগ সবই একই ধাঁচে তৈরি। সেই ছক ভেঙে নতুন রূপে ইলেকট্রিক স্কুটার বানানোর ঘোষণা করল সংস্থাটি।
এই স্কুটার যাকে অনুসরণ করে তৈরি হবে সেটি সদ্য লঞ্চ হওয়া BMW CE 02। এটি বাইক এবং স্কুটারের মিশ্রণ। মাসকুলার চেহারার এবং পারফরম্যান্স রয়েছে দমদার। এমনকি এটি লাইসেন্স ছাড়াই চালানো যাবে বলে জানিয়েছে BMW।
BMW CE 02 স্কুটারের বৈশিষ্ট্য
এই স্কুটারের ওজন 119 কেজি। সর্বোচ্চ 45 কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে। শক্তি এবং মাইলেজের কথা যদি বলি তাহলে এতে সর্বাধিক 15 হর্সপাওয়ার এবং একক চার্জে 90 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এটি দুটি ভার্সনে উপলব্ধ – সিঙ্গেল ব্যাটারি এবং ডুয়াল ব্যাটারি।
উপরোক্ত বৈশিষ্ট্য সিঙ্গেল ব্যাটারি মডেলের। যেখানে ডাবল ব্যাটারি স্কুটারের ওজন 132 কেজি এবং সর্বোচ্চ গতি 95 কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটারের সঙ্গে দু রকম চার্জার রয়েছে একটি 0.9 kw (স্ট্যান্ডার্ড) আরেকটি 1.5 kw ফাস্ট চার্জার।
স্কুটারের রয়েছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) যা সাধারণত মোটরসাইকেলে দেখা যায়। এতে ফিচার্স রয়েছে ঠাসা। 3.5 ইঞ্চির TFT স্ক্রিন থাকছে যেখানে ব্যাটারি, চার্জিং সংক্রান্ত একাধিক তথ্য নজরে রাখা যাবে। সঙ্গে মিলবে ব্লুটুথ কানেকশন।
দৃশ্যমান্যতার জন্য রয়েছে LED হেডলাইট। স্কুটারে দু ধরনের রাইডিং মোড রয়েছে – সার্ফ এবং ফ্লো। জানা গিয়েছে, TVS এর আসন্ন ইলেকট্রিক স্কুটারটি চেহারার পাশাপাশি উক্ত ফিচার্সগুলিও বহন করবে। যা একটি বড় চমক হবে সংস্থার পক্ষ থেকে।
23 অগাস্ট 2023 তারিখে বিশ্ব বাজারে এই স্কুটার লঞ্চ করবে TVS। দামের প্রসঙ্গ যদি ওঠে তাহলে বলি সংস্থা এখনও সম্ভাব্য দামের কোনও ইঙ্গিত দেয়নি। তবে পাঠকদের সুবিধার্থে জানিয়ে রাখি, BMW এই স্কুটারটি ইউরোপে লঞ্চ করেছে ভারতীয় মুদ্রায় 6.52 লাখ টাকায়।
চিকিৎসাবিজ্ঞানে নতুন দিশা দেখাচ্ছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী
ভারতের বাজারে এই দাম মধ্যবিত্ত গ্রাহকদের কাছে অকল্পনীয় তা বলার অপেক্ষা রাখে না। তবে অদূর ভবিষ্যতে TVS-এর এই ইলেকট্রিক স্কুটার যদি ভারতে লঞ্চ হয় তাহলে দামে অবশ্যই পরিবর্তন দেখা যেতে পারে।
বর্তমানে এই সংস্থা ভারতে যে একটিমাত্র ইলেকট্রিক স্কুটার বিক্রি করে TVS iQube তার দাম 1.23 লাখ টাকা (অন-রোড প্রাইজ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।