যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর প্রভাবে মাত্র ২৪ ঘণ্টায় ১,৮০২টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে যাত্রা করেছে আরও ২২ হাজারের বেশি ফ্লাইট। খবর রয়টার্স’র।

বড়দিনের ছুটির ব্যস্ত সময়ে এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবারই বহু অঙ্গরাজ্যে তুষারঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। কিছু এলাকায় আগেভাগেই সড়কপথে বাণিজ্যিক যান চলাচল সীমিত করা হয়।
শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪ মিনিট পর্যন্ত মোট ১,৮০২টি ফ্লাইট বাতিল এবং ২২,৩৪৯টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঝড় ‘ডেভিন’ গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর মিড-অ্যাটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড পর্যন্ত বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি তৈরি করতে পারে। এর প্রভাব শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত থাকতে পারে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের উত্তরাংশ, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডসহ তিনটি অঙ্গরাজ্যে শুক্রবার গভীর রাত পর্যন্ত ৪-৮ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। নিউইয়র্কের জন এফ. কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর সামাজিক যোগাযোগমাধ্যমে যাত্রীদের ফ্লাইট বিলম্ব এবং সম্ভাব্য বাতিলের বিষয়ে সতর্ক করেছে। ফ্লাইটঅ্যাওয়ার বলছে, বাতিল ও বিলম্বের অর্ধেকের বেশি ঘটনা এই তিনটি বিমানবন্দরে ঘটেছে।
বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু—২২৫টি। ডেল্টা এয়ারলাইনস বাতিল করেছে ২১২টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ১৫৭টি, আমেরিকান এয়ারলাইনস ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইনস ৯৭টি ফ্লাইট বাতিল করেছে। এয়ারলাইন্সগুলোর মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিট পরিবর্তনের ফি মওকুফ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



