ক্যারিয়ার বাঁচাতে হেনস্তাকারী সেই পরিচালকের সিনেমাতেই কঙ্গনা

কঙ্গনা

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘কুইন’। ওই সিনেমার পরিচালক ছিলেন বিকাশ বহল। মুখ্য ভূমিকায় ছিলেন কঙ্গনা। ‘কুইন’ ছিল ব্লকবাস্টার। বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছিল নারী কেন্দ্রীক এই সিনেমা।

কঙ্গনা

তবে ‘কুইন’ মুক্তির চার বছর পর ২০১৮ সালে সেটির পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। বলেছিলেন, তাকে দেখলেই নাকি বিকাশ জড়িয়ে ধরতেন, চুলের গন্ধ শুঁকতেন।

বিকাশকে ‘হাগ’ করলেই নাকি তিনি কঙ্গনার ঘাড়ে মুখ গুঁজে দিতেন। শুধু কঙ্গনা নন, ২০১৮ সালে অনেকেই বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। এরপর থেকে বলিউডে বেশ কোণঠাসা হয়ে পড়েন ওই পরিচালক।

সেই থেকে বিকাশ বহলের ক্যারিয়ার একপ্রকার নিম্নমুখী। অন্যদিকে, পরিচালক-প্রযোজক হিসেবে কাজ শুরু করলেও বহুদিন সাফল্যের দেখা পাচ্ছেন না কঙ্গনাও। এই পরিস্থিতিতে ক্যারিয়ার বাঁচাতে যৌন হেনস্তাকারী পরিচালকের হাতই ধরলেন ‘কুইন’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিকাশ বহল বলেন, ‘প্রতিদিন আমি ‘কুইন ২’ নির্মাণের স্বপ্ন দেখি। আশা করি, শিগগিরই এই সিনেমার কথা ঘোষণা করতে পারব।’

‘কুইন-২’তে কি নতুন কোনো প্রতিভার সঙ্গে পরিচয় করাবেন? এমন প্রশ্নে বিকাশ বলেন, ‘সেটি একেবারেই নয়। কঙ্গনা একজন গুণী অভিনেত্রী। ওকে ছাড়া ‘কুইন ২’-তে অন্য কাউকে কল্পনাও করতে পারি না। কঙ্গনাকে নিয়েই সিনেমাটি করতে চাই।’

বাড়ির আঙ্গিনায় সহজে টবে ঢেঁড়স যেভাবে চাষ করবেন

বিকাশ বহলের ওই সাক্ষাৎকারের স্ক্রিনশট পরে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে কঙ্গনা লেখেন ‘Yess’। অর্থাৎ ‘কুইন ২’-তে বিকাশ বহলের সঙ্গে কাজের সম্মতি জানিয়েছেন কঙ্গনা। যার বিরুদ্ধে পাঁচ বছর আগে করেছিলেন যৌন হেনস্তার অভিযোগ।