বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। হলিউড অভিনেতা রিচার্ড গিয়ারের সঙ্গে তার চুমু নিয়ে মামলা থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন এই অভিনেত্রী।
শিল্পা শেঠি তার আবেদনপত্রে দাবি করেছেন, তার বিরুদ্ধে একমাত্র অভিযোগ তিনি চুমুর সময় আপত্তি জানাননি। এর মানেই তিনি অপরাধী নন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাডভোকেট প্রশান্ত পাতিলের মাধ্যমে জমা দেওয়া আবেদনপত্রের একটি অংশে বলা হয়েছে, ‘শিল্পা প্রকৃত অভিযোগকারীর বিদ্বেষপরায়ণতা ও হয়রানির শিকার। বিবাদি একজন স্বনামধন্য শিল্পী এবং ব্যক্তিগত ও জনসম্মুখে সবসময় দায়িত্বশীল আচরণ করেন।’
এইডস নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন শিল্পা ও রিচার্ড গিয়ার। ঘটনাটি ২০০৭ সালের। ভারতের রাজস্থানে সেই অনুষ্ঠানের মঞ্চে শিল্পাকে চুমু খেয়েছিলেন রিচার্ড। এই অভিনেত্রীও তাতে বাধা দেননি। তবে তাদের এই চুমুতে আপত্তি ছিল অনেকের। মিডিয়ায় এটি নিয়ে দীর্ঘদিন লেখালেখি হয়। অশ্লীলতার দায় ওঠে শিল্পার বিরুদ্ধে। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়।
২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরও দু’টি মামলা হয় রাজস্থানে। এছাড়া একটি গাজিয়াবাদে। ২০১৭ সালে শিল্পা আর্জি জানান, মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি।
এরপর গত জানুয়ারিতে এই মামলার শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ান জানান, পুলিশের প্রতিবেদন ও নথির ভিত্তিতে তার মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে আলওয়ার থানার পুলিশ।
অভিনয়ের দিক থেকে গত বছর শিল্পার ‘হাঙ্গামা টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারক হিসেবেও তাকে দেখা যায়। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘নিকাম্মা’ সিনেমাটি। এছাড়া রোহিত শেঠির ‘পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। এতে আরও আছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বিবেক ওবেরয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।