বিনোদন ডেস্ক : বলা যায়, একেবারে নাকের ডগা থেকে খোয়া গেল কোটি টাকার বিএমডাব্লিও। রুপিতে হিসাব করলে যার খরচ ৮০ লাখেরও বেশি। আর এ কারণে আইনি জটিলতাতেও পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
মুম্বাইয়ে ‘বাস্তিয়ান’ রেস্তরাঁর মালিক তিনি। গোটা শহর জুড়ে একাধিক শাখা রয়েছে তার। শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার যৌথ মালিকানা রয়েছে রেস্তরাঁয় ব্যবসা। সেখানেই ঘটে গেল চুরির ঘটনা।
গড়ির মালিক একজন মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খান। ইতিমধ্যেই তিনি শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গাড়িটি পার্কি লটে ঢোকার পর পর জিপ গাড়িতে চড়ে আসে কয়েকজন। তারপর প্রযুক্তির সাহায্যে গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা। ভোর ৪টা নাগাদ রেস্তরাঁ বন্ধ হওয়ার পর ওই ব্যবসায়ী বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন। তখন তাঁরা জানান, গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে পারেন গাড়িটি চুরি হয়েছে। সিসিটিভিতে ধরা পড়েছে গাড়ি চুরির বিভিন্ন মুহূর্ত। অভিনেত্রীর রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন খোয়া যাওয়ার গাড়ির মালিকের আইনজীবী।
আর তাতেই বিপত্তিতে নায়িকা। তবে বিষয়টি এখনও পুলিশি পর্যায়ে আছে। আদালতে গেলে এতে জরিমানাও গুনতে হতে পারে শিল্পা শেঠির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।