নব্বই দশকের শুরুর দিকে হিন্দি ভাষার ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী শিল্পা শেঠি। ১৯৯৬ সালে তামিল সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর তেলেগু ও কন্নড় ভাষার সিনেমায়ও অভিনয় করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো মালায়ালাম সিনেমায় দেখা যায়নি তাকে।
কয়েক দিন আগে সাক্ষাৎকার দিয়েছেন শিল্পা শেঠি। এ আলাপচারিতায় এই অভিনেত্রী জানান, মালায়ালাম সিনেমায় অভিনয় করতে ভয় পান তিনি।
শিল্পা শেঠি বলেন, “আমি হিন্দি সিনেমা ছাড়াও তামিল, তেলেগু এবং কন্নড় সিনেমায় কাজ করেছি। বেশ কটি মালায়ালাম সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু কখনো ‘হ্যাঁ’ বলিনি। কারণ আমি ভয় পাই।”
কী নিয়ে ভয় পান শিল্পার মতো দাপুটে অভিনেত্রী? এ প্রশ্নের জবাবে শিল্পা শেঠি বলেন, “আমি মালায়ালাম সিনেমা ভালোবাসি। এই ইন্ডাস্ট্রি আবেগ নিয়ে যেভাবে খেলছে, তা দেখে আমি বিস্মিত। কখনো নিশ্চিত হতে পারিনি, এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করলে আমি আমার চরিত্রের প্রতি সঠিক বিচার করতে পারব! কিন্তু দেখা যাক, একদিন হয়তো মালায়ালাম সিনেমায় কাজ করব।”
আপনার পছন্দের কোনো মালায়ালাম সিনেমার অভিনেতা রয়েছে, যার সঙ্গে আপনি অভিনয় করতে চান? জবাবে এই অভিনেত্রী বলেন, “মোহনলাল। তিনি চমৎকার একজন মানুষ। ভারতীয় সিনেমার অসাধারণ একজন অভিনেতা তিনি।”
২০০৫ সালে সর্বশেষ কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমায় দেখা যায় শিল্পা শেঠিকে। এটি তার অভিনীত সর্বশেষ দক্ষিণী সিনেমাও। তারপর কেটে গেছে ২০ বছর। দীর্ঘ বিরতির পর ফের দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন শিল্পা। ‘কেডি: দ্য ডেভিল’ শিরোনামের কন্নড় ভাষার এই সিনেমা পরিচালনা করছেন প্রেম। ২০২৬ সালের ১০ জুলাই এটি মুক্তির কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।