বিনোদন ডেস্ক : হোটেলে এক অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়ে তার নিরাপত্তারক্ষীদের কাছে হেনস্তার শিকার হন। তাকে ধাক্কাও দেন ওই রক্ষীরা। এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানান বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।
শিল্পা সাক্ষাৎকারে বলেন, ঘটনার পর দিন অনুষ্ঠানে গিয়ে তিনি দেখেন তার সামনের সারিতে বসে আছেন আর্নল্ড। তখন শিল্পার পরিচয় জানতে পারেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার।
শিল্পা বলেন, আমি যে অভিনেত্রী সে কথা জানার পর আমার সঙ্গে অনুষ্ঠানে ছবি তোলেন আর্নল্ড। সে দিনের এ ঘটনার পর আমি জীবনের বড় শিক্ষা পেয়েছিলাম।
ঘটনাটা ছিল- শিল্পা যে হোটেলে ওঠেন সেখানে উপস্থিত ছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার। আর্নল্ডকে দেখে আত্মহারা হয়ে পড়েন অভিনেত্রী। শিল্পা যে অনুষ্ঠানের অতিথি হিসেবে গিয়েছিলেন, একই অনুষ্ঠানের আমন্ত্রিতদের তালিকায় ছিলেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। সেদিন খালি পায়েই আর্নল্ডের দিকে এগিয়ে যান শিল্পা।
আর্নল্ডকে ঘিরে দাঁড়িয়েছিলেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা। আর্নল্ডের সঙ্গে দেখা করতে চান, ছবি তুলতে চান তা নিরাপত্তারক্ষীদের জানান শিল্পা। কিন্তু আর্নল্ড পর্যন্ত অভিনেত্রীর কথা পৌঁছার আগেই শিল্পাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন আর্নল্ডের নিরাপত্তারক্ষীরা।
এর পরের দিনের অভিজ্ঞতা ছিল অন্যরকম, যা অভিনেত্রীর মনে গেঁথে আছে আজও।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।