জুমবাংলা ডেস্ক: কুতুবদিয়ার কাছে গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ডুবতে বসেছিল ১১৫৬ টিইইউএস কনটেইনার বোঝাই ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হেইনান সিটি’ জাহাজ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর এলাকায় আনা হয়েছে।
বেসরকারি কর্ণফুলী ড্রাইডক জেটিতে বুধবার বিকালে জাহাজটি নোঙর করানো হয় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটির বেশিরভাগ কনটেইনারই রপ্তানি পণ্যভর্তি। এটি উদ্ধার করে জেটিতে ভিড়িয়ে প্রায় ৮০০ কোটি টাকার মতো পণ্য রক্ষা করা গেছে।
তিনি আরও বলেন, জাহাজ উদ্ধারকাজ সম্পাদন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ৮০০ কোটি টাকার মূল্যের রপ্তানি পণ্য যেমন রক্ষা পেয়েছে, তেমনি জাহাজ ডুবে গেলে স্বাভাবিক নৌ চলাচলে যে প্রতিবন্ধকতা সৃষ্ট হতো, তা থেকে বন্দর রক্ষা পেয়েছে। এ কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৌবাণিজ্যে চট্টগ্রাম বন্দরের সুনাম বাড়বে। একই সঙ্গে রপ্তানিকারকরা আর্থিক ক্ষতি হতে রক্ষা পেয়েছেন।
দুর্ঘটনার পর জাহাজটি চলাচলের সক্ষমতা অর্জন না করায় এবং ক্ষতিপূরণের বিষয়ে সমঝোতা না হওয়ায় বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকা জাহাজটিকে উদ্ধার করতে চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাহাজের মালিক প্রতিনিধি, স্থানীয় এজেন্ট, উদ্ধারকারী সংস্থা, জাহাজের বিমাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সব সংস্থার প্রতিনিধিকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। এরপরই জাহাজটিকে বিশেষ ব্যবস্থায় জেটিতে ভেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছিল জাহাজটি। যাত্রাপথে ১৭২ মিটার দৈর্ঘ্যের ‘এমভি হেইনান সিটি’ জাহাজটি গত ১৪ এপ্রিল চট্টগ্রাম বন্দর ত্যাগের পর গভীর সমুদ্রের কুতুবদিয়া এলাকায় ‘এমটি ওরিয়ন এক্সপ্রেস’ নামের অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগায়।
এ সময় একটি খালি কনটেইনার জাহাজ থেকে সাগরে পড়ে যায়। জাহাজটির পেছনের অংশ ছিদ্র হয়ে পানি ঢুকে প্রায় সাত ডিগ্রি কাত হয়ে পড়ে। দুমড়েমুচড়ে যায় জাহাজটির এক পাশে থাকা কনটেইনার।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে জাহাজটি কুতুবদিয়া এলাকায় নোঙর করে। এটি মেরামত করার জন্য এর অভ্যন্তরের কনটেইনার খালাস করা জরুরি হয়ে পড়ে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.