আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনার গুলিতেই নিহত হয়েছিলেন আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ তথ্য উঠে এসেছে জাতিসংঘের অনুসন্ধানে। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে বিশ্বসংস্থাটি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামসাদানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘যে গুলির কারণে শিরিন আবু আকলেহ মারা গেছেন, তা ইসরায়েলি সেনার চালানো বলে আমরা জেনেছি।
এটি গভীরভাবে উদ্বেগজনক যে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো অপরাধ তদন্ত কার্যক্রম পরিচালনা করেনি। আমরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় ঘটনার ব্যাপারে নিজেদের স্বাধীন পর্যবেক্ষণ সম্পন্ন করেছি। ’
জাতিসংঘের এই মুখপাত্র আরো বলেন, ‘যে গুলিতে শিরিন আবু আকলেহ নিহত এবং তার সহকর্মী সামুদি আহত হন, তা ইসরায়েলি বাহিনীর ছোড়া। ওই গুলি সশস্ত্র কোনো ফিলিস্তিনি বাহিনী ছোড়েনি। ’
অস্ত্রধারী ফিলিস্তিনিদের গুলিতে আবু আকলেহ মারা গেছেন―ঘটনার প্রথম দিকে ইসরায়েলি বাহিনীর করা এমন দাবি সত্য নয় বলেও ইঙ্গিত করেন মুখপাত্র শামসাদানি। তিনি বলেন, ‘সাংবাদিকদের খুব কাছাকাছি সশস্ত্র ফিলিস্তিনিদের কার্যকলাপ ছিল―এমন কোনো তথ্য পাইনি আমরা। ’
গত ১১ মে পশ্চিম তীরের জেনিন শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের কথিত সন্ত্রাসী দমনের অভিযান নিয়ে সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হন আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় তার মাথায় হেলমেট ও পরনে ‘প্রেস’ লেখা ভেস্ট ছিল।
নিজেদের রায় দিতে নিজস্ব মানবাধিকার পর্যবেক্ষণ পদ্ধতির পাশাপাশি ছবি, ভিডিও ও অডিওসামগ্রী পরীক্ষা করে দেখেছে জাতিসংঘের অধিকার কার্যালয়। এ ছাড়া সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, বিশেষজ্ঞদের পরামর্শ, দাপ্তরিক যোগাযোগ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছে সংস্থাটি।
সূত্র : এএফপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।