বিনোদন ডেস্ক : এই মাত্রার ধারাবাহিক গরম এ অঞ্চলে শেষ কবে অনুভূত হয়েছে, সেটি এখন গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ফাঁকে দারুণ একটা শীতল সুর ছড়িয়ে দিলো ব্যান্ড শিরোনামহীন। নাম ‘জানে না কেউ’।
গানটির কথা-সুর যতোটা শীতল অনুভব দেয়, তারও বেশি স্বস্তি দেয় এর ভিডিও। এর পুরোটাজুড়ে আছে বরফে ঢাকা ভারতের হিমাচল প্রদেশ!
২৫ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর এক বিলাসবহুল আয়োজনে ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় এবং আন্তর্জাতিক সকল জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হয়েছে।
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
গানের ভিডিও চিত্রায়িত হয়েছে হিমাচল প্রদেশের মানালি, সিস্যু, বিয়াস নদী ছাড়াও দিল্লীতে। গানের গল্প চিত্রায়নে শিরোনামহীন সদস্যরা ছাড়াও মডেল হিসেবে আছেন সিফাত আমিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস বিসমি। ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে বহুজাতিক কোম্পানি সিনার্জি সল্যুশনস।
শিরোনামহীন জানায়, তাদের ৮ম অ্যালবাম ‘বাতিঘর’-এ মোট ১০টি গান থাকছে। তারই একটি ‘জানে না কেউ’।
শিরোনামহীন প্রধান জিয়াউর রহমান বলেন, ‘শ্রোতাদের ভালোবাসায় শিরোনামহীন অনেক ঝড়, বাধা অতিক্রম করে থমকে না গিয়ে ২৮ বছর পাড়ি দিয়েছে। মানুষের ভালোবাসায় শিরোনামহীন-এর গান মুখে মুখে বহুদূর পথ চলতে চায়।’
ব্যান্ডের তরুণ ও সফল কণ্ঠশিল্পী শেখ ইশতিয়াক বলেন, ‘তরুণরাই শিরোনামহীন-এর মূল চালিকাশক্তি। বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে দেখা তরুণদের উচ্ছ্বাস একজন তরুণ হিসেবে আমাকে অনুপ্রাণিত করে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।