ভারতকে হারানোর পর সাকিবকে নিয়ে শিশিরের ফেসবুক পোস্ট ভাইরাল

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে প্রায় ১১ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হলেও ৬ রানের জয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরতে পেরেছে টাইগার বাহিনী। এমন স্বস্তির জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এশিয়া কাপে অপরাজিত ছিল ভারত। কিন্তু ফাইনালে ওঠা দলটিকে মাটিতে নামায় টাইগার বাহিনী। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত।

এই জয়ের পর ফেসবুকে এক স্ট্যাটাসে সাকিবকে ভালোবাসা জানিয়ে শিশির লেখেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান। কী দারুণ জয়! পুরো দলকে অভিনন্দন।’

শিশিরের এই পোস্ট ফেসবুকে এখন ভাইরাল। ১৩ ঘণ্টা আগে দেয়া পোস্টটি শেয়ার করেছেন প্রায় ২ হাজার ব্যবহারকারী, লাইক-কমেন্ট তো আছেই।

ভারতবধে সাকিব খেলেন দলীয় সর্বোচ্চ ইনিংস। তার ব্যাট থেকে আসে ৮০ রান, তাওহীদ হৃদয় করেন ৫৪। সাকিবের ৮০ ও হৃদয়ের ৫৪ বাদেও ব্যাট হাতে অবদান রাখেন শেষের দিকের ব্যাটাররা। স্পিনার নাসুম আহমেদ ৪৫ বলে করেন ৪৪ রান। শেখ মেহেদী ২৯ ও তানজিম সাকিব করেন ১৪ রান।

ভারতের পক্ষে সেঞ্চুরি করেন শুভমাল গিল। ১৩৩ বলে তার ব্যাট থেকে আসে ১২১ রান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান ৩, তানজিম সাকিব ও শেখ মেহেদী পান ২টি করে উইকেট। সাকিব ও মিরাজ নেন একটি করে উইকেট।