জুমবাংলা ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে। বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুনে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে।
এই ডিপোর কর্মচারী রফিকুল ইসলাম জনি বলেন, সর্বপ্রথম আগুন লাগে একটা কন্টেইনারে। যখন বিস্ফোরণ হয় পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় সব গ্লাস ভাঙ্গে যায়। আল্লাহ বাঁচাইছে বিস্ফোরণের আগে শ্রমিকদের কাজ শেষ হয়ে যায়।
আমরা ঘটনাস্থল থেকে গুরুতর রোগী বের করছি ১৭ জনকে। আর তিনজন লোক বাঁচবে কিনা বলতে পারবো না। একজনের বুকের একটা অংশ নাই, আরেকজনের কানের পাশ থেকে নাই আর আরেকজনেই এক পা নাই।
তিনি আরও বলেন, আর রাত দুটার দিকে একটা পিছনের গেট দিয়া কয়েকজনকে বের করছি। মেইন গেটে আগুন থাকায় ঢোকা যাচ্ছিল না। মেইন গেটে আগুন থাকায় অনেকে গাড়িও বের করতে পারে নাই।
স্থানীয় লোকজন মিলে পিছনের বেরা ভেঙ্গে বের করার চেষ্টা করছি। আমি নিজে সাতটা মৃতদেহ বের করছি। আর কন্টেইনার বিস্ফোরণ হওয়ার কারণে চারটা মৃতদেহ নিতে পারি নাই। এখনো অনেক মৃতদেহ ভিতরে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।