শীতের সময়কে কেন বিয়ের মৌসুম বলা হয় জানেন?

bie

লাইফস্টাইল ডেস্ক : পথ চলতে চলতে নজর আটকে যাচ্ছে ঝলমলে সব বাড়ির দিকে। অনেক রাস্তাও সেজেছে রঙিন আলোয়।। চারদিকে যেন বিয়ের ধুম পড়েছে। শীতের রেশে বিয়ের আমেজ যেন যোগ করে বাড়তি আনন্দ। শীতের সময়কে কেন বিয়ের মৌসুম বলা হয় জানেন?

bie

বছরের শেষের এই সময়টায় স্কুল অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ কারণে আত্মীয়স্বজনরা সবাই একত্রিত হতে পারে বছরের এই সময়ে। ফলে অনেকেই বিয়ের মতো আয়োজন শীতের এই সময়টাতেই সেরে ফেলেন।

বিয়ের আয়োজন মানেই শতেক ব্যস্ততা। শীতের সময় আর্দ্রতা মোকাবিলা করার জন্য বাড়তি পরিশ্রম করতে হয় না। ফলে বিয়ের আয়োজনটা বেশ স্বস্তিতে করা যায়।

ডেস্টিনেশন ওয়েডিং বা আউটডোরে বিয়ের আয়োজন করতে চাইলেও অনায়াসে এই সময়টায় করতে পারেন। মোমবাতি, ঝুলন্ত লণ্ঠন কিংবা মরিচবাতি দিয়ে রোমান্টিক সাজে সাজিয়ে ফেলতে পারেন আউটডোর ভেন্যু। হঠাৎ বৃষ্টি আসার কিংবা গরমে অস্থির হওয়ার দুশ্চিন্তা নেই।
বিয়েবাড়ির খাবার মানেই ভারী ও তৈলাক্ত খাবার। গরমে এসব খাবার খেলে অস্বস্তি বাড়ে। শীতের সময় তুলনামূলক স্বস্তিতে থাকা যায় ভারী খাবার খেয়েও।

দিনাজপুরের খানসামায় ঘর থেকে মা-মেয়ের ফাঁস লাগানো লাশ উদ্ধার

বিয়ের আয়োজনে তাজা ফুলের উপস্থিতি থাকবেই। সেটা কনের সাজ হোক কিংবা বিয়েবাড়ির ভেন্যু বা স্টেজ সাজানো হোক। শীতল তাপমাত্রার কারণে সাজের ফুল অনেকক্ষণ পর্যন্ত তরতাজা থাকে।

শীতের এই সময়টায় গরমের অস্বস্তি না থাকার কারণে বর-কনে বা অতিথিরা সাজ নিয়ে থাকেন স্বস্তিতে।