হোলি খেলার অজুহাতে অভিনেত্রীর সঙ্গে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং

পবন সিং

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হয়েছে। থেকে থেকেই নেটমাধ্যমে এই ধরনের ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি পবন সিং ও শিবাঙ্গী সিংয়ের রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে পর্দায়। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন হিট জুটি এনারা। সম্প্রতি তাদের এই ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভোজপুরি দর্শকরাও এই ভিডিও নিয়ে বেশ মাতামাতি করছেন, তা তাদের মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে।

পবন সিং

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে পর্দার সামনে হোলির মেজাজে পবন সিং ও শিবাঙ্গী সিং খোলা আকাশের নীচে প্রেমিক প্রেমিকা হিসেবে জনপ্রিয় ভোজপুরি গান ‘রাঙ্গ থোপে থোপ’এর তালেই রোমান্টিক হয়ে ঘনিষ্টভাবে নাচতে দেখা গিয়েছে। এই ভিডিও যে ভোজপুরি দর্শকদের মাঝে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। পর্দায় এই গানটি গাইতে শোনা গিয়েছে স্বয়ং পবন সিং ও প্রিয়াঙ্কা সিংকে। এই গানের কথা দিয়েছিলেন আশুতোষ তিওয়ারি। সুর দিয়েছিলেন প্রিয়াংশু সিং।

‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৫ দিন আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা ৯৮ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। প্রশংসাও করেছেন অনেকে। সেইসমস্ত মন্তব্য ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাবে। সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই তারকা জুটি।

#Video - #Pawan_Singh | रंग ठोपे ठोप | Shivani Singh | Rang Thope Thop | Bhojpuri Holi Geet 2023

কারণে-অকারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাদের। নেটমাধ্যমেও তারা ভালোই সক্রিয়। প্রায় নিজেদের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের সাথে। তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স সংখ্যাও নেহাতই কম নয়, তা রীতিমতো চোখে পড়ার মতো।

জোড়া লেগেছে সারা কার্তিকের ভাঙা প্রেম!

বর্তমান যুগের তারকা হওয়ার সুবাদে অভিনয়ের পাশাপাশি শরীরচর্চাতেও বেশ মনোযোগী তারা, সেটা তাদের দেখলেই বোঝা যায়। সম্প্রতি এই পুরনো মিউজিক ভিডিওটি নেটিজেনদের ও ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে ভাইরাল হয়েছে আবারো। তাদের অনুরাগীদের মাঝেও ভাইরাল হয়েছে এই ভিডিওটি, তা নিয়ে কোনো সন্দেহই নেই। নিজেদের প্রিয় তারকাদের আবারো একসাথে দেখে খুশি ভক্তরাও।