স্পোর্টস ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার।
শনিবার বিকেলে এক টুইটবার্তায় তিনি নিজেই এ কথা জানান। ওই টুইটে শোয়েব আকতার দু’টি ছবি শেয়ার করেন, ছবিতে তাকে ইতরাম পরিহিত দেখা যায়।
ছবির ক্যাপশনে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এ বোলার লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবের সরকারি মেহমান হয়ে পবিত্র হজ পালনের জন্য রওনা হলাম।’
https://twitter.com/shoaib100mph/status/1543192420262653956?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1543192420262653956%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailynayadiganta.com%2Fcricket%2F674562%2FE0A6B8E0A78CE0A6A6E0A6BFE0A6B0-E0A6ACE0A6BFE0A6B6E0A787E0A6B7-E0A6AEE0A787E0A6B9E0A6AEE0A6BEE0A6A8-E0A6B9E0A79FE0A787-E0A6B9E0A69C-E0A6AAE0A6BEE0A6B2E0A6A8E0A787-E0A6B6E0A78BE0A79FE0A787E0A6AC-E0A686E0A695E0A6A4E0A6BEE0A6B0
তিনি আরো লিখেন, ‘মক্কায় অনুষ্ঠেয় একটি হজ কনফারেন্সে আমি ভাষণ দেব, যেখানে মুসলিম বিশ্বের প্রতিনিধিরা থাকবেন।’
হজ আদায়ের সুযোগ করে দেয়ায় পাকিস্তানে অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শোয়েব আকতার।
সূত্র : জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।