বিনোদন ডেস্ক : গেল কয়েক মাসে বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন শিল্পী আসিফ আকবর। ভ্রমণ করতে গিয়ে বিমানের টিকিট কিনতে নানা হয়রানি হয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্য দেশের এয়ারলাইন্সের তুলনায় বাংলাদেশ বিমানের টিকেটের দামও অনেক বেশি। এছাড়া গুণতে হয় বড় অঙ্কের ট্যাক্স।
ফেসবুক পোস্টে অভিযোগ করে শিল্পী বলেন, বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া যায় না, অথচ বিমানে উঠলে দেখা যায় প্রায় খালিই যাচ্ছে প্লেন।
দেশের এক কোটি ত্রিশ লাখ প্রবাসী এই হরিলুট থেকে বাঁচতে অন্য দেশের এয়ারলাইন্সে ভ্রমণ করে। সেখানে দুর্বিষহ লম্বা ট্রানজিটে কষ্টও সহ্য করে, নিজের চোখে দেখা। এপ্রিল মাস থেকে ভ্রমণ করে এই অভিজ্ঞঁতা হয়েছে আমার।
শিল্পী আসিফ বলেন, শ্রীলংকা গেলাম, টিকেটের দাম ৬৫ হাজার টাকা, এর মধ্যে ট্যাক্স ২৩ হাজার টাকা। কলকাতা গেলাম, টিকেটের দাম ৮৪০০ টাকা, ট্যাক্স ৪১০০ টাকা। মালয়েশিয়া গেলাম, টিকেটের দাম পঁচাত্তর হাজার টাকা (ওয়ান ওয়ে)। স্পেন গেলাম, টিকেটের দাম নিলো এক লাখ নব্বই হাজার টাকা। কানাডা গেলাম, টিকেটের দাম দুই লাখ ষাট হাজার টাকা। অদৃশ্য কারণে আনুপাতিক হারে হেভি ট্যাক্স তো প্রযোজ্যই।
বন্ধু মুন্নার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, স্পেন থেকে রিটার্ন টিকেট কাটলে এটার দাম হতো অন্তত ৪০ শতাংশ কম। বন্ধু সুমিত অষ্ট্রেলিয়া থেকে সিডনি-ঢাকা-সিডনির রিটার্ন টিকেট কেটেছে মাত্র সত্তর হাজার টাকায়। বাংলাদেশ থেকে কাটলে গুনতে হতো পৌনে দুই লাখ টাকা। পাশের দেশ ইন্ডিয়া থেকে এসব দেশের বিমান ভাড়া অর্ধেকেরও কম।
একজন অষ্ট্রেলীয় পাসপোর্ট হোল্ডার ট্রানজিটে কলকাতা থেকে মালয়েশিয়ার টিকেট কিনেছেন দুই শো ডলারে, যেটা বাংলাদেশ থেকে পাঁচশো ডলারের উপরে। বাংলাদেশ বিমানের টিকেট পাওয়া যায় না, অথচ বিমানে উঠলে দেখা যায় প্রায় খালিই যাচ্ছে প্লেন।
দেশের এক কোটি ত্রিশ লাখ প্রবাসী এই হরিলুট থেকে বাঁচতে অন্য দেশের এয়ারলাইন্সে ভ্রমণ করে। সেখানে দুর্বিষহ লম্বা ট্রানজিটে কষ্টও সহ্য করে, নিজের চোখে দেখা।
এপ্রিল মাস থেকে ভ্রমণ করে এই অভিজ্ঞঁতা হয়েছে আমার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অদৃশ্য শক্তি এবং শক্তিশালী রাহুচক্রের ইশারায় আকাশ পথেই লুট হয়ে যাচ্ছে বিলিয়ন ডলার।
পত্রিকা দেখলেই পাওয়া যায় বাংলাদেশে কোটিপতি বাড়ছে জ্যামিতিক হারে। ব্যাংক হিসাবে গত তিন মাসে কোটিপতি হয়েছে তিন হাজার লোক। আমার হিসাবে জেলে আটক থাকা চোর ডাকাতগুলো চুনোপুটি মাত্র। আসল লুটেরা ডাকাত আর চাটার দল রয়ে গেছে জেলের বাইরে, ভিআইপি মর্যাদায়।
তারাই দেশকে লুটেপুটে খাচ্ছে খুল্লামখুল্লা, শেষ পর্যন্ত জিম্মী দেশের সাধারণ মানুষই। ক্ষমতার জন্য আন্দোলন আর ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টার মাঝখানে চিড়েচ্যাপ্টা দেশের মানুষ! অবাক পৃথিবী তাকিয়ে রয় …
ভালবাসা অবিরাম…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।