দুবাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিককে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব মালিকের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এক পোস্টে দাবি করেছিলেন, যদি মালিক দলে থাকতেন, তার অভিজ্ঞতা খেলোয়াড় এবং সমর্থকদের জন্য আশার আলো হিসেবে কাজ করতে পারত।
তিনি আরও লিখেছিলেন, শুধুমাত্র মালিকের উপস্থিতিই জয়ের আত্মবিশ্বাস জাগাতে যথেষ্ট।
তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সমর্থক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তার বক্তব্যকে প্রশংসা করলেও, অনেকে সমালোচনা করে বলেন তিনি ‘কল্পনার জগতে’ বাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনও অভিযোগ ওঠে যে, পোস্টটি হয়তো শোয়েব মালিক নিজেই করেছেন।
সমালোচনার মুখে সানা জাভেদ পরে স্পষ্ট করেন, তার আসল উদ্দেশ্য ছিল না বলতে যে শোয়েব মালিক ছাড়া দলে জেতা সম্ভব নয়। তিনি ব্যাখ্যা দেন, সিনিয়র খেলোয়াড় যেমন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা অন্য কেউ দলে থাকাটা তরুণ খেলোয়াড়দের মনোবল বাড়াতে এবং দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ।
ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম
উল্লেখ্য, এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। ঐতিহাসিক ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।