আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি বৃহত্তম শপিং সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে, যার ফলে শপিং সেন্টারটির কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে। রাশিয়ান দমকল কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করছে।
রুশ রাষ্টীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার ভোরে মস্কোর বৃহত্তম খিমকি শপিং এবং বিনোদন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা প্রায় ৭ হাজার বর্গ মিটার ( ৭৫ হাজার বর্গফুট) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বড় অপরাধের তদন্তকারী রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, তারা আগুনের কারণ অনুসন্ধান করছে। অন্যদিকে মস্কো অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থার প্রধান বলেছেন, ভবনের মেরামত কাজের সময় আগুন লেগেছে বলে মনে হচ্ছে।
শপিং সেন্টারের একজন কর্মী তাস নিউজ এজেন্সিকে বলেন, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়, তারপর একটি বিস্ফোরণ ঘটে যার ফলে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে, রাশিয়ান সংবাদ সংস্থাগুলো শুক্রবার সকালে রিপোর্ট করেছিল, জরুরি পরিষেবাগুলো ইচ্ছাকৃত ‘অগ্নিসংযোগ’কে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করছে।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো চলে যাওয়ার আগে খিমকি শপিং সেন্টারের তাদের প্রচুর সংখ্যক খুচরা আউটলেট ছিল।
সূত্র: আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।