শ্যুটে ব্যস্ত তিন তারকা সন্তান

তিন তারকা সন্তান

বিনোদন ডেস্ক : বলিউডের ঝাঁ চকচকে পার্টিতে নয়। রোদ মাথায় কাজে ব্যস্ত তাঁরা। সম্প্রতি মুম্বইয়ে শ্যুট করতে গিয়ে ক্যামেরা বন্দি হলেন ভবিষ্যতের তিন তারকা। সুহানা খান, খুশি কপূর এবং আগস্ত নন্দা— তিন তারকাসন্তান একসঙ্গে।

তিন তারকা সন্তান

না, বলিউডের ঝাঁ চকচকে পার্টিতে নয়। রোদ মাথায় কাজে ব্যস্ত তাঁরা। সম্প্রতি মুম্বইয়ে শ্যুট করতে গিয়ে ক্যামেরা বন্দি হলেন ভবিষ্যতের তিন তারকা। জোয়া আখতারের আর্চি কমিকসের দেশীয় সংস্করণে পর্দায় অভিষেক হবে তাঁদের। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে জোয়ার এই মিউজিক্যাল।

কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা আন্দাজ করা যেতে পারে তিন জনের সাজপোশাক থেকে। এক ঢাল চুলের মাঝখানে সিঁথি, পোশাকের ধরন বলে দিচ্ছে ভেরোনিকার চরিত্রে দেখা যাবে শাহরুখ-তনয়াকে। বনি-শ্রীদেবীর ছোট মেয়ে খুশি অভিনয় করছেন বেটি কুপারের চরিত্রে। অমিতাভের নাতি যে জোয়ার আর্চিস অ্যান্ড্রিউস, তা আর বলার অপেক্ষা রাখে না।

নিরহুয়া এবং অঞ্জনা সিংয়ের রোমান্সের ভিডিও ভাইরাল

গত বছরে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ছবির ঘোষণা করেছিলেন জোয়া। আপাতত তিন তারকা –সন্তানকে পর্দায় চাক্ষুষ করার অপেক্ষায় বলি-প্রেমীরা।