বলিউড সুপারস্টার হৃতিক রোশন অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাতে অস্বস্তি অনুভব করেছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে জানিয়েছেন।
এ সিনেমায় নিজের চরিত্রে দেওয়া নাম ‘কাবির’ নিয়ে এক দীর্ঘ পোস্ট করেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এ পোস্টে তিনি জানান, শুটিংয়ের সময় থেকেই এক ধরনের ‘অস্বস্তি’ কাজ করছিল তার মনে। কবির চরিত্রে অভিনয় ছিল দারুণ এক অভিজ্ঞতা। খুব সাচ্ছন্দ ছিলাম। মনে হচ্ছিল, খুব সহজ হবে। জানতাম কী করতে হবে। এটা এমন এক কাজ যেখানে শুধু পারফর্ম করলেই চলবে কাজ শেষ, বাসায় ফিরে যাওয়া। পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে কাজ করাটাও ছিল আনন্দদায়ক। তিনি বলেন, ‘অয়ন আমাকে দুর্দান্তভাবে পরিচালনা করেছে। সবকিছুই এত নিখুঁত মনে হচ্ছিল, যেন সফলতা নিশ্চিত।
কোনো দুশ্চিন্তা ছিল না, শুধু কাজটা ঠিকঠাক করলেই চলবে। সবকিছু নিখুঁত মনে হলেও, নিজের ভেতরেই চলছিল সংশয়।তিনি বলেন, একটা কণ্ঠ বলছিল, সবই ঠিক আছে। কিন্তু আরেকটা বলছিল, সবটা খুব সহজ হয়ে যাচ্ছে। আমি যেন সেই মানসিক প্রস্তুতি বা চ্যালেঞ্জটা অনুভব করছিলাম না, যা একজন শিল্পীর থাকা উচিত।’
যশরাজ ফিল্মসের অন্যতম বড় প্রকল্প ছিল সিনেমাটি যার বাজেট ধরা হয়েছিল ৪০০ কোটি রুপি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল হিসেবে এই ছবির ঘোষণা হয়। প্রথমটি জনপ্রিয়তা পেলেও সিক্যুয়েল টি বিশাল বাজেট পুষিয়ে দিতে যথেষ্ট ছিল না।
বাসায় নতুন বিদ্যুৎ মিটার নিতে চান? জেনে নিন সহজ আবেদন প্রক্রিয়া
প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, তবে দ্বিতীয় কিস্তির দায়িত্ব নেন অয়ন মুখার্জি। এই ছবিতে হৃতিক ছাড়াও ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, বলিউড তারকা কিয়ারা আদভানিসহ একঝাঁক পরিচিত মুখ। তবুও দর্শকদের মন জয় করতে পারেনি ‘ওয়ার ২’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।