শুটিংয়ে সাপের কামড়ে আহত ওমর সানী

ওমর সানী

জুমবাংলা ডেস্ক : শুটিং সেটে সাপের কামড়ে আহত হলেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা ওমর সানী। রবিবার বান্দরবনের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং করছিলেন তিনি।

ওমর সানী

ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেন ‘ডেডবডি’ সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করে সবুজ রঙের একটি একটি সাপ কামড় দেয় ওমর সানীকে। পরে ঘটনাস্থলে তাতক্ষনিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নেয়া হয়।’

তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।

দুর্ধর্ষ ফিচার নিয়ে বিশ্বের সর্বোচ্চ ব্রাইটনেসের স্মার্টফোন আনছে শাওমি

ঢাকায় প্রথম লটের শুটিং শেষে গত সপ্তাহে বান্দরবনে শুটিং শুরু হয়েছে ‘ডেড বডি’র। ওমর সানি ছাড়াও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ।