জুমবাংলা ডেস্ক : আপনি নিশ্চয়ই সিনেমায় ট্রেনের দৃশ্য দেখে থাকবেন। তবে কখনো ভেবেছেন কি এই ট্রেন বুক করতে সিনেমা নির্মাতাদের ঠিক কত টাকা খরচ হয়? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, এবার এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ জানেন রামায়ণ (Ramayana) কোন দেশের জাতীয় গ্রন্থ?
উত্তরঃ থাইল্যান্ডের জাতীয় গ্রন্থ রামায়ণ, যা সেখানে রামকিয়েন (Ramakien) নামে পরিচিত।
২) প্রশ্নঃ ভারতে ভোটার কার্ড চালু হয়েছিল কত সাল থেকে?
উত্তরঃ ভারতে ভোটার কার্ড চালু হয় ১৯৯৩ সাল থেকে।
৩) প্রশ্নঃ জানেন কোন গ্রহটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে?
উত্তরঃ শুক্র গ্রহ (Venus) ঘড়ির কাঁটার বিপরীতমুখী ঘোরে।
৪) প্রশ্নঃ কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথার উপর সূর্য দেখতে পায় না?
উত্তরঃ গলার গঠনের জন্য শূকর মাথার উপরে থাকা সূর্য দেখতে পায় না।
৫) প্রশ্নঃ জানেন আয়নার কাঁচের পেছনে কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তরঃ তামা, পারদ বা সিলভার।
৬) প্রশ্নঃ কাবুল (Kabul) কোন দেশের রাজধানীর নাম?
উত্তরঃ আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল।
৭) প্রশ্নঃ কিশলয় কথাটির অর্থ কী?
উত্তরঃ কচি বা নতুন পাতাকে কিশলয় বলা হয়।
৮) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে ঝাল লঙ্কাটির নাম কী?
উত্তরঃ ক্যারোলিনা রিপারকে (Carolina Reaper) পৃথিবীর সবচেয়ে ঝাল লঙ্কা বলা হয়।
৯) প্রশ্নঃ কুকুরের জীবনের ১ বছর মানুষের জীবনের কত বছরের সমান?
উত্তরঃ কুকুরের জীবনের ১ বছর মানুষের জীবনের ৭ বছরের সমান।
১০) প্রশ্নঃ একটি ছবির শুটিংয়ের জন্য পুরো ট্রেন বুক করতে কত টাকা লাগে জানেন?
উত্তরঃ ভারতীয় রেল সূত্রে জানা গেছে, ১৮ বগির ট্রেন ৭ দিনের জন্য বুকিং করতে প্রায় ৯ লক্ষ টাকা জমা করতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।