‘পতি পত্নী অউর ওহ’ সিনেমার সিক্যুয়াল শুরুর পরই শুরু হলো উত্তপ্ত পরিস্থিতি। শুটিং সেটে ঝগড়ায় জড়ালেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে মুহূর্তের ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এলাহাবাদের আউটডোরে শুটিং করতে গিয়ে এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি পড়তে হয় পুরো টিমকে।
জানা যায়, সেখানে শুটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিচালক ও কলাকুশলীদের মধ্যে মতের অমিল দেখা দেয়। শুরু হয় তর্ক-বিতর্ক। এক পর্যায় শুরু হয় তুমুল ঝগড়া। এমনকি মারামারি ও হাতাহাতি শুরু হয়। পাশে থাকা অনেকে ঝগড়া থামাতে চাইলেও কোনো লাভ হয়নি। সে ভিডিও ভাইরাল হয়েছে অন্তর্জালে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আয়ুষ্মানের সঙ্গে গাড়িতে বসে সারা। কিছুক্ষণের মধ্যেই তারা বাকবিতণ্ডায় জড়ায়। এরপর ব্যঙ্গাত্মকভাবে নবাবকন্যাকে কিছু একটা বলছেন অভিনেতা। তারপরই মেজাজ হারিয়ে সেখান থেকে বেরিয়ে যান সারা।
মন্তব্যের ঘরে নেটিজেনরা বলছেন, ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমায় সিক্যুয়ালের শুটিংয়ে এমন ঝগড়ার পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। আবার অনেকে বলেছেন, ভাইরাল ভিডিওগুলো সিনেমারই দৃশ্য।
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমায় অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। এবার সিনেমার সিক্যুয়েলে তাদের পরিবর্তে দেখা যাবে আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।