আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে দুর্গাপূজার প্যান্ডেলে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছে চারজন। রোববার (১৩ অক্টোবর) সকালে রাজ্যে আরাহ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। খবর- এনডিটিভি
আহত ব্যক্তিরা হলেন- আরমান আনসারি (১৯), সুনীল কুমার যাদব (২৬), রোশান কুমার (২৫) ও সিপাহি কুমার। আরমানের পেছনে, সুনীলের বাঁ হাতে, রোশানের ডান হাঁটুর নিচে ও সিপাহির কোমরে গুলি লেগেছে। তাদের দ্রুত স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অজ্ঞাতনামা বন্দুকধারীরা দুর্গাপূজার প্যান্ডেলে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তারা দুটি মোটরসাইকেলে করে এসেছিল।
হাসপাতালের চিকিৎসক বিকাশ সিং জানান, আহত ব্যক্তিদের মধ্যে দু’জনের পেটে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
হামলার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উৎসবের মৌসুমে পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।